নাগরপুরে এক ডাকাত গ্রেফতার

 

 
নাগরপুর  প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার বাঘের বাড়ি গ্রামে আলতাফ হোসেনের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জনতা রুস্তম (৪৫) নামে ১ ডকাতকে আটক করে।

সে দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
ডাকাতির শিকার আলতাফ হোসেনের মেয়ের জামাই হারুন অর রশিদ জানান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে ৫/৬ জনের একটি সংঘ বদ্ধ ডাকাত দল ঘরের ভিতর ঢুকে পরে এবং আলতাফ হোসেনের স্ত্রী ও ছেলেকে জিম্মি করে । ডাকাত দল এসময় ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৬/৭ লক্ষ টাকার মালামাল নিয়ে চলে যাওয়ার সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে রুস্তম নামের এক ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। বাকি ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়। আটককৃত ডাকাত রুস্তমকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

নাগরপুর থানার অফিসার ইন চার্জ জহিরুল ইসলাম ডাকাতির কথা স্বীকার করে জানান,

রুস্তম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here