হলুদের নানা ব্যবহার

0
1274
মশলা হিসেবে হলুদের ব্যবহার সবারই জানা। তবে শুধু রান্নার কাজের জন্য নয়, ত্বক ও স্বাস্থ্য রক্ষায় এটির নানবিধ ব্যবহার রয়েছে। জেনে নিন হলুদের নানাবিধ ব্যবহার।
* ব্রণ: ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে হলুদের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে নিন। এরপর এটি ব্রণের ওপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
* ফেস মাস্ক: ফেসমাস্ক হিসেবে হলুদ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এক চা চামচ দই, তিন চামচ হলুদ ও আধা চা চামচ মধু মিশিয়ে নিন। এটি ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন।
* চুলকানি সমস্যা দূর করতে: হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগালে চুলকানি দূর হবে।
* মুখের ঘা সারাতে: এক টেবিল চামচ পানিতে এক চিমটি হলুদ, একটু নারিকেল দেল মিশিয়ে লাগান। মুখের ঘা সেরে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here