নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাগরপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় দিনভর নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এদিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলী, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পুলক কান্তি চক্রবর্তী, নাগরপুর থানার সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিজানুর রহমান, ওসি জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন প্রমূখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজনিজ প্রতিষ্ঠানে নানা কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here