নাগরপুর উপজেলা | Nagarpur.com https://www.nagarpur.com Nagarpur Upazila News | Nagarpur.com Fri, 27 Jan 2023 05:06:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://www.nagarpur.com/wp-content/uploads/2017/04/Nagarpur-150x88.png নাগরপুর উপজেলা | Nagarpur.com https://www.nagarpur.com 32 32 a9fb359036e357e5166265fdfe2076a7 https://www.nagarpur.com/2023/01/27/a9fb359036e357e5166265fdfe2076a7/ Fri, 27 Jan 2023 05:06:30 +0000 http://www.nagarpur.com/?p=1001 3f7a164fba285e95dd135f4d5ab6e214

]]>
নারীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দিচ্ছে পেন্সিলবক্স https://www.nagarpur.com/2019/05/08/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf/ https://www.nagarpur.com/2019/05/08/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf/#respond Wed, 08 May 2019 02:07:10 +0000 http://www.nagarpur.com/?p=993 প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়তে নারী শক্তির ভূমিকা অপরিসীম। ফ্রিলান্সিং বর্তমান সময়ে নারীদের জন্য সুবিধা জনক ও নিরাপদ পেশা এবং গ্রাফিক্স ডিজাইনের কাজের চাহিদাও অত্যন্ত ব্যাপক। এছাড়া আজকের নারীরাই আগামীদিনে সন্তানের মা হবে। আর মা যদি কাজে দক্ষ হয় তাহলে সন্তানও কাজে দক্ষ হবে। কোর্স শেষে নারীরা যেন স্বাবলম্বী হতে পারে। দক্ষ মায়ের দক্ষ সন্তান এমন চিন্তা চেতনায় পেন্সিলবক্স ট্রেনিং এন্ড কনসাল্টিং নারীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দিচ্ছে। ঢাকা, বগুড়া, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে বিনামূল্যে নারীদের আইটি প্রশিক্ষন কার্যক্রম চালুকরবে । গত সোমবার ভর্তি পরিক্ষায় ৩২জন পরিক্ষার্থীর মধ্যে ১৬জনকে নির্বাচিত করা হয়। আগামী ১১ মে ঢাকার কাওরান বাজার আলী ভবনে ৫ম তলায় ১৬ জনের একটি ব্যাচে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিলান্সিং কোর্স এর ক্লাস শুরু হবে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন পেন্সিলবক্স এর ট্রেইনার (গ্রাফিক্স ডিজাইন) মোঃ রায়হানুল ইসলাম। কোর্স শেষে তাদের ফ্রিলান্সিং মার্কেটপ্লেসে কাজ করার অভিজ্ঞতাসহ গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ করতে সক্ষম হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে। এবিষয়ে পেন্সিলবক্স ট্রেনিং এন্ড কনসাল্টিং এর সিইও আলী আজগর পাভেল বলেন, এই কোর্সটি বাংলাদেশের বিভিন্ন জেলা শহর গুলোতেও চালু করতে আমরা কাজ করছি। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে পেন্সিলবক্স।

বিস্তারিত জানতে পেন্সিলবক্স ট্রেনিং এর ওয়েবসাইট ভিজিট করুন: www.pencilboxtraining.com

ফেসবুক: PencilBox Training

]]>
https://www.nagarpur.com/2019/05/08/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf/feed/ 0
বেসরকারী সংস্থায় চাকুরি উপযোগী মাইক্রোফিন্যান্স প্রশিক্ষন দিচ্ছে পেন্সিলবক্স https://www.nagarpur.com/2019/04/17/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/ https://www.nagarpur.com/2019/04/17/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/#respond Wed, 17 Apr 2019 04:40:46 +0000 http://www.nagarpur.com/?p=982 বাংলাদেশে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর পরিমান প্রায় ২ কোটি। এ শিক্ষিত যুবসমাজের জন্য চাকুরি প্রাপ্তি একটি কঠিন অধ্যবসায়ের বিষয়। মূলত শিক্ষা জীবনে পাঠ্য বিষয়ের সাথে কর্মক্ষেত্রের কাজের ধরনের মিল না থাকার কারনেই তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ বিশাল জনগোষ্ঠী মূলত শিক্ষিত তবে প্রশিক্ষিত নয়। বাংলাদেশে ২০০০ এর উপর ক্ষুদ্রঋণ সংস্থা রয়েছে যারা সরকারী অনুমোদনে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছেন। এসকল প্রতিষ্ঠানে কর্মরত আছে আনুমানিক ২০ লক্ষ কর্মী। প্রতি বছর শুধুমাত্র এ সেক্টরেই কর্মীর চাহিদা ২ লক্ষেরও বেশি। তবে অত্যন্ত দুঃখের বিষয় এ সেক্টরে প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে, এর ফলে ড্রপআউটের হারও আশঙ্কাজনক।

বর্তমান বাজারের শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রম মাঠপর্যায়ের কর্মীবাহিনী প্রস্তুতের লক্ষ্যে সারাদেশব্যাপী কোন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেই। বাজারের চাহিদার কথা বিবেচনা করে ”পেন্সিলবক্স ট্রেনিং এন্ড কনসালটেন্সি” সার্টিফিকেট কোর্স ইন মাইক্রোফিন্যান্স এর আয়োজন করেছে। উক্ত কোর্সে ১২ টি ক্লাসে ৩৬ ঘন্টার প্রশিক্ষণ এবং তিন দিনব্যাপী মাঠ পর্যায়ে ইন্টার্নশীপের মাধ্যমে দেশব্যাপী পরিচালিত ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের জন্য প্রশিক্ষিত জনবল তৈরীর উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণে ক্লাস নিচ্ছেন বিভিন্ন প্রথম সারির সংস্থার সিনিয়র কর্মকর্তাগন।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। উক্ত প্রশিক্ষণের পর প্রশিক্ষিত জনবল বিভিন্ন এনজিওতে ক্রেডিট অফিসার, সুপারভাইজার, লোন অফিসার হিসেবে আরো ভালোভাবে অবদান রাখছেন। প্রশিক্ষণের বিষয়ে আগ্রহীদের যোগাযোগের ঠিকানাঃ পেন্সিলবক্স ট্রেনিং এন্ড কনসালটেন্সি, বিডিবিএল ভবন, ৩য় তলা, কারওয়ান বাজার, ঢাকা, মোবাইল-০১৭১৪১২১৭১৯। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। ওয়েবসাইট ঠিকানা- http://www.pencilboxtraining.com

]]>
https://www.nagarpur.com/2019/04/17/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
সেতু আছে সড়ক নেই https://www.nagarpur.com/2019/02/16/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/ https://www.nagarpur.com/2019/02/16/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#respond Sat, 16 Feb 2019 05:40:51 +0000 http://www.nagarpur.com/?p=978 টাঙ্গাইলের নাগরপুরে নোয়াই নদীর ওপর সেতু নির্মাণের দেড় বছর পার হলেও দুই পাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার সাত গ্রামের হাজার হাজার মানুষ। নাগরপুর উপজেলা সদরে আসতে মরণফাঁদ অতিক্রম করতে হচ্ছে উপজেলা সদর ইউনিয়নের আলোকদিয়া, আন্দিবাড়ি, পানান, পাইশানা ও ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া, সিংদাইর, খাগুরিয়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষকে।

এলাকাবাসী জানান, আশপাশের সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ উপজেলা সদরে আসার জন্য দীর্ঘদিনের চাওয়া ছিল টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার ভালকুটিয়া পাকার মাথা থেকে একটি পাকা রাস্তা ও নোয়াই নদীর ওপর সেতু। তবে শেষ পর্যন্ত সেতু হলেও কমেনি দুর্ভোগ। বরং আরও বেড়েছে। কারণ সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। তার ওপর পায়ে হাঁটার যে রাস্তা রয়েছে সেটিও বর্ষা মৌসুমে ছয় মাস পানিতে ডুবে থাকে।

উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৬ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ভালকুটিয়া থেকে আলোকদিয়া যাওয়ার পথে নোয়াই নদীর ওপর ৭২.৬ মিটার সেতু নির্মাণকাজ শুরু হয়। মের্সাস দাস ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় এক বছর পর ২০১৭ সালে নির্মাণকাজ শেষ করে। সেতু নির্মাণের পর দুই পাশে ২০০ মিটার করে মাটি ভরাট করার কথা থাকলেও তা হয়নি। চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় সেতুর নিচ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।

চন্দনা আক্তার জানান, আগে সেতু ছিল না তখন নৌকায় পার হয়েছি। এখন সেতু নির্মাণের পরও একই অবস্থা।

নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম হোসেন জানান, এলাকাবাসীর প্রাণের দাবি ছিল সেতু। কিন্তু সেটি নির্মিত হলেও এর কোনো সুফল আমরা পাচ্ছি না। সড়ক না থাকায় রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। মাটি ভরাটের কাজ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে জটিলতা বাধে। তারা অন্যের জমিতে বাংলা ড্রেজার লাগিয়ে বালু তুলতে গেলে জমির মালিক বাধা দেয়। এরপর ঠিকাদার প্রতিষ্ঠান মাটি ভরাট না করেই চলে যায়।

নাগরপুর উপজেলা প্রকৌশলী মো. শাহীনুর আলম জানান, মামলা জটিলতার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। আমরা নতুন করে মাটি ভরাটের জন্য টেন্ডার আহ্বান করবো। আর পাকা রাস্তা থেকে সেতু পর্যন্ত একটি রাস্তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুত আমরা রাস্তাও নির্মাণ করতে পারবো।

Source: https://goo.gl/cTT6SY

Published By: https://goo.gl/FKHLEP

]]>
https://www.nagarpur.com/2019/02/16/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/feed/ 0
নাগরপুর- ঢাকা” বাস সার্ভিস (এসবি লিংক) উদ্বোধন https://www.nagarpur.com/2018/05/29/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%bf/ https://www.nagarpur.com/2018/05/29/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%bf/#respond Tue, 29 May 2018 05:55:42 +0000 http://www.nagarpur.com/?p=975 গতকাল সোমবার টাঙ্গাইলের নাগরপুরে ঢাকার সাথে সরাসরি বাস সার্ভিস(এস বি লিংক) উদ্বোধন করা হয়েছে। মামুদনগর নতুন বাজার হতে প্রতিদিন সকাল ৬.০০ ঘটিকা থেকে এস বি লিংক নামক বাস গাবতলী,ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাতেন বাহিনীর প্রধান আলহ্বাজ খন্দকার আবদুল বাতেন এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন ভূ-খন্ড পেয়েছি, পেয়েছি লাল-সবুজের পতাকা। আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বিধায় দেশ উন্নয়নের জোয়াড়ে ভাসছে।

এ সময় তিনি বর্তমান সরকারের মেয়াদকালে নাগরপুর-দেলদুয়ারে দৃশ্যমান উন্নয়নও তার বক্তব্যে তুলে ধরেন।

ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসবি লিংক মালিক সমিতির সড়ক সম্পাদক মো. আবদুল গণি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, বেগম মমতাজ খন্দকার, জনতা ডিগ্রি কলেজের প্রভাষক মো. মঞ্জুরুল আলম, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিকুল ইসলাম, মেহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, মামুদনগর নতুন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো. ময়নাল হক, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আবু তাহের ও শফিকুল ইসলাম শুকুর প্রমূখ।

সূত্র: নাগরপুর বার্তা- https://goo.gl/9KH1A2

]]>
https://www.nagarpur.com/2018/05/29/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%bf/feed/ 0
নাগরপুরে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা https://www.nagarpur.com/2017/06/04/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/ https://www.nagarpur.com/2017/06/04/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#respond Sun, 04 Jun 2017 10:47:14 +0000 http://www.nagarpur.com/?p=703 টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চরাঞ্চলে মোছা: জাকিয়া বেগম (৫০) নামের এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করে। উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া পূর্বপাড়া গ্রামে হত্যা কান্ডের এঘটনাটি ঘটে। নিহত জাকিয়া ওই গ্রামের সৌদি প্রবাসী মো. সোনা মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তারাবির নামাজ শেষে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম তার ছোট ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (১২) ও বড় ছেলের স্ত্রী স্বপ্নকে (২০) নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা জাকিয়ার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এসময় সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন ও বড় ছেলের স্ত্রী মোসা. স্বপ্না বেগম ঘুম থেকে উঠে অচেতন অবস্থায় রক্তাক্ত জাকিয়াকে দেখতে পায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে চিকিৎসার জন্য নেয়ার পথে জাকিয়ার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মুহাম্মাদ শাহাদাৎ হোসেন ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, সৌদি প্রবাসী সোনা মিয়ার বড় ছেলে আ: আলিম সিংগাপুরে ও মেঝ ছেলে মো. শহিদুল ইসলাম মালয়েশিয়া থাকে। ১২ বছর বয়সের ছোট ছেলে মামুন ও বড় ছেলের স্ত্রী স্বপ্নাকে নিয়ে বাড়ীতে তার স্ত্রী বসবাস করে আসছেন। ঘটনার দিন রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যা কান্ড ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন উদঘাটনে জোড় তদন্ত চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

 

সুত্র: http://babblecase.com/2cC9

]]>
https://www.nagarpur.com/2017/06/04/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
উপজেলা সম্পর্কিত তথ্য https://www.nagarpur.com/2017/06/03/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/ https://www.nagarpur.com/2017/06/03/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/#respond Sat, 03 Jun 2017 11:56:10 +0000 http://www.nagarpur.com/?p=700 উপজেলা সম্পর্কিত তথ্য

নাগরপুর থানা ঘোষনাঃ ১৯০৬ সাল।

  উপজেলা ঘোষনাঃ ১০-০৯-১৯৮৩খ্রি.

এক নজরে উপজেলাঃ

আয়তন                        ঃ   ২৬৬.৭৭ বর্গকিলোমিটার।

জনসংখ্যা                      ঃ   ২৫৮৪৩১জন (পুরুষঃ ১,২৬,৮৮১, মহিলা ১,৩১,৫৫০ জন) ২০০১ আদমশুমারী অনুযায়ী।

জনসংখ্যার ঘনত্ব  ঃ   ৯৬৭ জন (প্রতি বর্গকিলোমিটার)

নির্বাচনী এলাকা                ঃ   নাগরপুর- দেলদুয়ার ১৩৫, টাঙ্গাইল – ৬

ইউনিয়ন                        ঃ  ১২টি ।

মৌজা                          ঃ  ২১৮টি ।

গ্রামের সংখ্যা                  ঃ  ২৪৪টি ।

সরকারী হাসপাতাল            ঃ  ০১টি।

স্বাস্থ্য কেন্দ্র / ক্লিনিক          ঃ  ০৬টি ।

শিক্ষা প্রতিষ্ঠান                  ঃ (ক) কলেজ -৫টি, (খ) মাধ্যমিক বিদ্যালয়-৩৫টি, (গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -৪টি                               (ঘ) মাদ্রাসা- ১৯টি (কামিল ১টি , ফাজিল ১টি, আলিম ২টি, দাখিল ১৫টি) এবংএবতেদায়ী মাদ্রাসা ৩৮টি, (ঙ) কিন্ডারগার্টেনের সংখ্যা- ৩৪টি।

শিক্ষার হার                      ঃ  ৩৫. ০৯%।

পোস্ট অফিস                    ঃ  ২৫টি ।

নদ-নদী              ঃ  ৩টি  (ধলেশ্বরী , যমুনা, নোয়াই)

হাট-বাজার                      ঃ  ১৯টি ।

ব্যাংক/ ব্যাংকের শাখা        ঃ  ১১টি ।

ভৌগোলিক পরিচিতি    ঃপূর্বে– মির্জাপুর, সাটুরিয়া  উপজেলা, পশ্চিমে-চৌহালী, দৌলতপুর উপজেলা, উত্তরে– টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলা, দক্ষিণে– মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা।

 

সূত্র: http://babblecase.com/2Ysl

]]>
https://www.nagarpur.com/2017/06/03/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
Nagarpur Zamindar Bari https://www.nagarpur.com/2017/06/03/nagarpur-zamindar-bari/ https://www.nagarpur.com/2017/06/03/nagarpur-zamindar-bari/#respond Sat, 03 Jun 2017 11:51:34 +0000 http://www.nagarpur.com/?p=698 Nagarpur Zamindar Bari (নাগরপুর জমিদার বাড়ী) is located at the Nagarpur Upazila of Tangail district. This place is located in an interesting area. It has river Dhaleswari at the eastern side, and the River Jamuna at the western side. It is believed that there were a naval route between the Kolkata and Nagarpur that time. Now the Zamindari system has vanished and it took that route along with that.

The Zamindari of Nagarpur was established during the 19th century by the Jodunath Chowdhury. It’s right now a massive complex which is known as Choudhury Bari as well. They are very helpful towards the people of their area. One of the decedent from the family named Suresh Chandra Ray Choudhury was the founder secretary of the famous club East Bengal from this Sub-continent.

Most of the buildings from the complex are in ruin, and few are in good condition. Using those good ones the government has established Nagarpur Mohila Degree College. If you enter inside the dilapidated section of the complex, you can find a hideout for the bats. There are probably thousands of bats rest and start flying away after people’s presence, which create a sharp wind flow from the flapping of the wings of the bats.

How To Reach: Tangail District

It would take approximately 1 hour and 55 minutes to go Tangail from Dhaka City, via Kaliakair and Tongi. The distance is around 84.0 km. From Mohakhali (মহাখালী) bus terminal, several buses use to run for this district. It takes around 2-3 hours to reach there. Probably the Nirala (নিরালা) is the best service. After that Jhotila (ঝটিকা), Dhaleswari(ধলেশ্বরী) can be second choice. Also, you can go there by train, but I don’t know much about locomotive services.

]]>
https://www.nagarpur.com/2017/06/03/nagarpur-zamindar-bari/feed/ 0
আব্দুল জব্বারের পাশে দাঁড়াল ওয়ালটন https://www.nagarpur.com/2017/06/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81/ https://www.nagarpur.com/2017/06/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81/#respond Sat, 03 Jun 2017 11:34:52 +0000 http://www.nagarpur.com/?p=694 ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ শিরোনামের কালজয়ী এ গানগুলো গেয়েছেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। তিনি এখন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।শিল্পী আব্দুল জব্বারের পাশে দাঁড়াল ওয়ালটন ,

এক সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই শিল্পীর গান প্রচারিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের সংগীতাঙ্গনে শিল্পী আব্দুল জব্বার রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে তার গানে। সেকথা স্মরণে রেখে আজ ৩ জুন ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে অসুস্থ শিল্পী আব্দুল জব্বারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক তুলে দেন নাগরপুরের অন্যতম মানব, ওয়ালটন গ্রুপ এর Executive Director  জনাব এস,এম, জাহিদ হাসান।

 

সূত্রঃ জাহিদ স্যারের ফেসবুক ওয়াল।

]]>
https://www.nagarpur.com/2017/06/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81/feed/ 0
নাগরপুরে দ্বিতীয় ধলেশ্বরী সেতু উদ্বোধন না হওয়ায় ভোগান্তি https://www.nagarpur.com/2017/05/31/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a7%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/ https://www.nagarpur.com/2017/05/31/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a7%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/#respond Wed, 31 May 2017 09:38:52 +0000 http://www.nagarpur.com/?p=690 নাগরপুর উপজেলার কেদারপুর নামক স্থানে দ্বিতীয় ধলেশ্বরী সেতুর নির্মাণ কাজ শেষ হলেও কাক্সিক্ষত সুফল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় ব্যবহারের জন্য উন্মুক্ত করার হয়নি। ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে খেয়া পারাপারের ওপর ভরসা করতে হচ্ছে। সূত্রে জানা যায়, উপজেলার নাগরপুর-মির্জাপুর সড়কের কেদারপুর ঘাট নামক স্থানে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার সেতু (ধলেশ্বরী সেতু) প্রকল্পটি মেসার্স মীর আক্তার হোসেন লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পান।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে সেতুটির প্রাক্কলিত ব্যয় ৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৮০৭.৪৪ টাকা। দীর্ঘ প্রায় আড়াই বছর কর্মযজ্ঞ শেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। এরপর সেতুটির দুই প্রান্তে গেট আটকিয়ে যাত্রী ও যানচলাচল বন্ধ করে দেয়া হয়। সেতুটির নির্মাণ কাজ শেষে প্রায় চার মাস পেরিয়ে গেলেও শুধু উদ্বোধন না হওয়ায় সেতুর ওপর দিয়ে চলাচল বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফলে যাত্রী ও পণ্য পরিবহনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সেলিম রেজা জানান, সেতুটি ব্যবহারে উন্মুক্ত না হওয়ায় ব্যবসায়ীদের মালামাল লোড ও আনলোড করতে হয়রানির শিকার হতে হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে খন্দকার আবদুুল বাতেন এমপি সাহেব আমাদের  জানান, সেতুটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে কিছুটা বিলম্ব হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ সেতুর নামকরণ করা হবে বলেও তিনি জানান।

 

সূত্র: http://riffhold.com/2ea0

]]>
https://www.nagarpur.com/2017/05/31/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a7%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/feed/ 0