গ্যাস সংকটে ভাড়া বৃদ্ধি, যাত্রী সাধারণের ক্ষোভ প্রকাশ ::–
বরংগাইল-নাগরপুর রুটে হটাৎ গ্যাস সংকটের কারণ দেখিয়ে ভাড়া বৃদ্ধি করে যাত্রী পরিবহন করছে সিএনজি চালিত থ্রি-হুইলার/অটোরিকশা চালকরা। গত তিন দিন যাবৎ বরংগাইলের সকল সিএনজি স্টেশনে গ্যাস সংকট বিদ্যমান থাকায় ভাড়া ৮০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে বলে জানায় চালকরা। এতে সাধারণ যাত্রীগণ ক্ষোভ প্রকাশ করেছে।
সিএনজি চালক জুয়েল হাসান আমাদের নাগরপুর কে জানায়, গ্যাস সংকট প্রায়শই দেখা দেয় এখানে(বরংগাইল), ফলে টাংগাইল শহরে গিয়ে গ্যাস আনতে হয় বিধায় ভাড়া বাড়ানো হয়েছে। অপরদিকে এক নাগরপুরগামী যাত্রী আনিসুল হক বলেন, এগুলো চালকদের করা কারসাজি! চালকরা প্রায় সময় এইসব অজুহাতে ভাড়া বাড়িয়ে দেয়।
সিএনজি স্টেশনে যোগাযোগ করা হলে তারা স্বীকার করে নেয় গ্যাস সংকটের কথা।