পলিটেকনিকে ভর্তি বিজ্ঞপ্তি । ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ।
সরকারী পলিটেকনিক ইন্সটিটউট ও সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহে ভর্তি নিম্নের সময়সূচী হতে আরম্ভ হবে।
ভর্তির কার্যক্রমঃ
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম আজ ২২/০৫/২০১৭ হইতে ১৪-০৬-২০১৭ পর্যন্ত চলবে
ফলাফল প্রকাশঃ
২০ জুন ২০১৭ খ্রিঃ
ক্লাস আরম্ভঃ
ক্লাস আরম্ভ হবে ০১/০৮/২০১৭ মঙ্গলবার হইতে।
ভর্তির যোগ্যতাঃ
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হওয়ার জন্য এস এস সি এর ফলাফলের উপর ভিত্তি করে ভর্তির সুযোগ প্রদান করা হবে। উল্লেখ্য এক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেনা।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির আবেদনের যোগ্যতা ২০১৫, ২০১৬, ২০১৭ শিক্ষাবর্ষে দেশের যে কোন শিক্ষা বোর্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যুনতম GPA 3.50 থাকতে হবে এবংগনিত অথবা উচ্চতর গনিতে ন্যুনতম GPA- 3.00 থাকতে হবে। ও লেভেলের ক্ষেত্রে কমপক্ষে সি গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ভর্তির আবেদন ফর্ম প্রাপ্তিঃ
২২/০৫/২০১৭ তারিখে সরকারি পলিটেকনিকে অনলাইনে আবেদন করার অপশন চালুকরা হবে এবং ওয়েবসাইটে বেসরকারি ইন্সটিটিউটে ভর্তির আবেদন ফরম পাওয়া যাবে
সরকারি পলিটেকনিকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে নিম্নের ঠিকানায়ঃ
www.techedu.gov.bd /
www.btebadmission.gov.bd
www.bteb.gov.bd
www.moedu.gov.bd
www.nsdc.gov.bd তে পাওয়া যাবে।
আরও বিস্তারিত দেখুন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তিতে ।
লিঙ্কঃ https: //goo.gl/Ul7YKS