বাংলাদেশে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর পরিমান প্রায় ২ কোটি। এ শিক্ষিত যুবসমাজের জন্য চাকুরি প্রাপ্তি একটি কঠিন অধ্যবসায়ের বিষয়। মূলত শিক্ষা জীবনে পাঠ্য বিষয়ের সাথে কর্মক্ষেত্রের কাজের ধরনের মিল না থাকার কারনেই তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ বিশাল জনগোষ্ঠী মূলত শিক্ষিত তবে প্রশিক্ষিত নয়। বাংলাদেশে ২০০০ এর উপর ক্ষুদ্রঋণ সংস্থা রয়েছে যারা সরকারী অনুমোদনে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছেন। এসকল প্রতিষ্ঠানে কর্মরত আছে আনুমানিক ২০ লক্ষ কর্মী। প্রতি বছর শুধুমাত্র এ সেক্টরেই কর্মীর চাহিদা ২ লক্ষেরও বেশি। তবে অত্যন্ত দুঃখের বিষয় এ সেক্টরে প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে, এর ফলে ড্রপআউটের হারও আশঙ্কাজনক।
বর্তমান বাজারের শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রম মাঠপর্যায়ের কর্মীবাহিনী প্রস্তুতের লক্ষ্যে সারাদেশব্যাপী কোন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেই। বাজারের চাহিদার কথা বিবেচনা করে ”পেন্সিলবক্স ট্রেনিং এন্ড কনসালটেন্সি” সার্টিফিকেট কোর্স ইন মাইক্রোফিন্যান্স এর আয়োজন করেছে। উক্ত কোর্সে ১২ টি ক্লাসে ৩৬ ঘন্টার প্রশিক্ষণ এবং তিন দিনব্যাপী মাঠ পর্যায়ে ইন্টার্নশীপের মাধ্যমে দেশব্যাপী পরিচালিত ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের জন্য প্রশিক্ষিত জনবল তৈরীর উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণে ক্লাস নিচ্ছেন বিভিন্ন প্রথম সারির সংস্থার সিনিয়র কর্মকর্তাগন।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। উক্ত প্রশিক্ষণের পর প্রশিক্ষিত জনবল বিভিন্ন এনজিওতে ক্রেডিট অফিসার, সুপারভাইজার, লোন অফিসার হিসেবে আরো ভালোভাবে অবদান রাখছেন। প্রশিক্ষণের বিষয়ে আগ্রহীদের যোগাযোগের ঠিকানাঃ পেন্সিলবক্স ট্রেনিং এন্ড কনসালটেন্সি, বিডিবিএল ভবন, ৩য় তলা, কারওয়ান বাজার, ঢাকা, মোবাইল-০১৭১৪১২১৭১৯। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। ওয়েবসাইট ঠিকানা- http://www.pencilboxtraining.com