দেশের তথ্যপ্রযুক্তি খাতে এখন সবচেয়ে সম্ভাবনাময় নাম আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বিজ্ঞানবিষয়ক পড়াশোনা কিংবা উচ্চশিক্ষার বাধ্যবাধকতা না থাকায় সববয়সী মানুষ এখন ঝুঁকছে এই পেশায়।
দক্ষতা অনুযায়ী মাসে আয় করছেন তিন থেকে চার লাখ টাকা। তবে শুরুতেই আয়ের দিকে নজর না দিয়ে সঠিকভাবে কাজটি শেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পেরিয়েছে আট বছর। বর্তমানে দেশের তথ্যপ্রযুক্তি খাত থেকে রফতানি আয় ছাড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলার, যার মধ্যে ১০০ মিলিয়নই আসছে, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং থেকে। সরকারী হিসেব বলছে, দেশে বর্তমানে প্রায় ৮ লাখ তথ্যপ্রযুক্তি নির্ভর পেশাজীবী রয়েছেন, যার মধ্যে শুধু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়েই জড়িত আছে প্রায় ৫ লাখ।
সম্ভাবনার মাপকাঠিতে সবচেয়ে এগিয়ে থাকা এখাতে যুক্ত হতে পারেন যে কেউ, ঘরে বসেই করতে পারেন আয়। তবে আয়ের দিকে শুরুতেই না ঝুঁকে দক্ষতা সৃষ্টির পরামর্শ ফ্রিল্যান্সিং প্রশিক্ষকদের।