উপজেলা সম্পর্কিত তথ্য
নাগরপুর থানা ঘোষনাঃ ১৯০৬ সাল।
উপজেলা ঘোষনাঃ ১০-০৯-১৯৮৩খ্রি.
এক নজরে উপজেলাঃ
আয়তন ঃ ২৬৬.৭৭ বর্গকিলোমিটার।
জনসংখ্যা ঃ ২৫৮৪৩১জন (পুরুষঃ ১,২৬,৮৮১, মহিলা ১,৩১,৫৫০ জন) ২০০১ আদমশুমারী অনুযায়ী।
জনসংখ্যার ঘনত্ব ঃ ৯৬৭ জন (প্রতি বর্গকিলোমিটার)
নির্বাচনী এলাকা ঃ নাগরপুর- দেলদুয়ার ১৩৫, টাঙ্গাইল – ৬
ইউনিয়ন ঃ ১২টি ।
মৌজা ঃ ২১৮টি ।
গ্রামের সংখ্যা ঃ ২৪৪টি ।
সরকারী হাসপাতাল ঃ ০১টি।
স্বাস্থ্য কেন্দ্র / ক্লিনিক ঃ ০৬টি ।
শিক্ষা প্রতিষ্ঠান ঃ (ক) কলেজ -৫টি, (খ) মাধ্যমিক বিদ্যালয়-৩৫টি, (গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -৪টি (ঘ) মাদ্রাসা- ১৯টি (কামিল ১টি , ফাজিল ১টি, আলিম ২টি, দাখিল ১৫টি) এবংএবতেদায়ী মাদ্রাসা ৩৮টি, (ঙ) কিন্ডারগার্টেনের সংখ্যা- ৩৪টি।
শিক্ষার হার ঃ ৩৫. ০৯%।
পোস্ট অফিস ঃ ২৫টি ।
নদ-নদী ঃ ৩টি (ধলেশ্বরী , যমুনা, নোয়াই)
হাট-বাজার ঃ ১৯টি ।
ব্যাংক/ ব্যাংকের শাখা ঃ ১১টি ।
ভৌগোলিক পরিচিতি ঃপূর্বে– মির্জাপুর, সাটুরিয়া উপজেলা, পশ্চিমে-চৌহালী, দৌলতপুর উপজেলা, উত্তরে– টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলা, দক্ষিণে– মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা।
সূত্র: http://babblecase.com/2Ysl